বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, খালেদা জিয়াকে ২-১ দিন হাসপাতালে থাকতে হবে।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার কিছু পর শারীরিক জরুরি কিছু পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে।

সর্বশেষ গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন গত কয়েক বছর ধরে।

টিএইচ